ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

কুষ্টিয়ার চারটি আসনে নৌকার মনোনয়নপত্র নিলেন ২৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:০৪, ২১ নভেম্বর ২০২৩
কুষ্টিয়ার চারটি আসনে নৌকার মনোনয়নপত্র নিলেন ২৩ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ৭ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে ৪ জন, 
কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ৬ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা সকলেই কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) রাতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার ৪ টি আসনে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও আওয়ামী লীগের জয় হবে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সারোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মৃত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস, আফাজ উদ্দিন আহমেদের মেজো ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হকসহ ৭ জন প্রার্থী।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ ৪ জন প্রার্থী।

কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ,  প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামসহ ৬ জন। শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি প্রথম জাতীয় সংসদে এই আসনের সংসদ সদস্য ছিলেন।

এদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরসহ ৬ প্রার্থী।

কাঞ্চন কুমার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়