চাঁদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীকে হত্যার অভিযোগে হাবিবুর রহমান খোকন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, হাবিবুর রহমান খোকনকে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ নভেম্বর বিকালে খোকন তার নববিবাহিত স্ত্রী রিনা আক্তার (২৫) কে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত তার শ্বশুর বিল্লাল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খোকন শাহরাস্তি উপজেলার সুরসই গ্রামের লুৎফুর রহমানের বড় ছেলে এবং নিহত রিনা আক্তার হচ্ছে শাহরাস্তি থানাধীন টামটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
পুলিশ সুপার আরও জানান, হাবিবুর রহমান খোকনকে গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পরে আসামির দেওয়া তথ্যমতে নিহত রিনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি পাশের বাড়ীর পুকুর থেকে উদ্ধার করা হয়।
এসময় জেলা পুলিশের কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এবং শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জয়/টিপু
আরো পড়ুন