ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২১ নভেম্বর ২০২৩  
গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার 

গাইবান্ধার কামারজানিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এ সব বিদেশি মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধার সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কামারজানির নৌপথ দিয়ে দুই মাদক কারবারি বড় ধরনের মদের চালান নিয়ে আসছেন। সেই সূত্র ধরে সদর উপজেলার খামার কামারজানি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ সময় অভিযানের খবর পেয়ে জাহিদুল ও ফারুক নামের দুই মাদক কারবারি পালিয়ে যায়। পলাতক দুই মাদক কারবারি এ সব মদ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

পলাতক দুই মাদক কারবারি হলেন, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া।

মাসুম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়