ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা, আসামি ৪৮

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৫ নভেম্বর ২০২৩  
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা, আসামি ৪৮

মানিকগঞ্জের সাটুরিয়া থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। 

এ নিয়ে মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর ১০টি মামলা হলো। এ সব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন:

সর্বশেষ এই মামলার আসামিরা হলেন, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সভাপতি শহিদুর রহমান, শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মামুন মিয়া, কামাল হোসেন, আজমত আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জানে আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি সুজন রানা এবং স্থানীয় ছাত্রদলের কর্মী মো. আল-আমিন ও রনি মিয়া প্রমুখ।

এজাহার এবং সাটুরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ২টার দিকে বিএনপির ওই নেতাকর্মীরা সাটুরিয়া উপজেলার পূর্ব দিঘলিয়া গ্রামে পূর্ব দিঘলিয়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের ওপর কাঠের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালনকালে গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে গাড়ির গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধন করে। বিষয়টি জানার পর দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. রবিউল ইসলামসহ দলীয় ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র উঁচিয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেন। এরপর তিনটি পেট্রল-বোমা সদৃশ বোমা ফেলে রেখে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যায়। 

বাদী তাৎক্ষণিক ঘটনার বিষয়ে সাটুরিয়া থানার পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে ও কাঠের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ব্যাপারে মামলার বাদী রবিউল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি মামলাটি করেছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বেআইনিভাবে পথরোধ করে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, প্রেট্রল বোমা নিয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপির ওই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত মানিকগঞ্জে ছয়টি থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় দুটি, সাটুরিয়া থানায় তিনটি, ঘিওর থানায় দুটি এবং দৌলতপুর, হরিরামপুর ও সিঙ্গাইর থানায় একটি করে মামলা হয়েছে। এ সব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সব মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৯০ জনকে আসামি করা হয়েছে। এ সব মামলায় প্রায় ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রায় ৮৫ জন কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আওয়ামী লীগের মতো দলকে পুলিশের ওপর ভর করে চলতে হচ্ছে। এখনও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দেওয়া থেমে নেই। এসব মিথ্যা মামলা দিয়ে বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যায়নি, এখনও যাবে না। তিনি এসব মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
 

চন্দন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়