ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৫ নভেম্বর ২০২৩  
রাজবাড়ীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড়ের অদূরে আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছে। 

নিহতরা হলেন, পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের (রাজাই) ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)। নিহত রিমন গত কয়েক দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন।

আরো পড়ুন:

স্থানীয়দের সূত্রে জানা যায়, রিমন ও গালিব নিজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে মাছপাড়া অভিমূখে যাচ্ছিলেন। মহাসড়কের হেনা মোড়ের (নয়ন মোড়) কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা রাজবাড়ী অভিমূখী ট্রাক ধাক্কা দেয়। এ সময় দুজনে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওবার পথে গালিবের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদুজ্জামান দুর্ঘটনা এবং নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।  
 

রবিউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়