ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

গাজীপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৪১, ৩০ নভেম্বর ২০২৩
গাজীপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন

গাজীপুর জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী সেজে উঠে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপির ডাকা হরতালের মধ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০-১৫ জন লোক স্থানীয় পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। 

আরও পড়ুন: গাজীপুরে দুইটি কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বাইরে থেকে কাউকে আগুন দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়