ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় যুবককে কু‌পি‌য়ে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৮:৩৮, ৬ ডিসেম্বর ২০২৩
বগুড়ায় যুবককে কু‌পি‌য়ে হত্যা

আরিফ মণ্ডল

বগুড়ায় আরিফ মণ্ডল (২০) নামে এক যুবক‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে ও গলাকে‌টে  হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের নামাজগড় সুলতানগঞ্জপাড়ায় ঘটনাটি ঘটে।  

নিহত আরিফ বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের জহুরুল হকের প্রথম স্ত্রীর ছেলে। তিনি তার মা তহিরন বেগমকে নিয়ে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আরিফ বাড়ির সামনে দোকানে বসে ছিলেন। রাতে ৮ থেকে ১০জন যুবক হাসুয়া ও ধারালো দেশি অস্ত্র নিয়ে সুলতানগঞ্জপাড়া উটের মোড়ের দিক থেকে এসে আরিফকে ধাওয়া করে। নামাজগড়ের মোড়ে আরিফকে ধরে ফেলে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও পরে গলাকেটে আরিফকে হত্যা করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের সবাই আরিফের বয়সী ছিলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে আরিফের লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ  হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া হত্যায় ব্যবহৃত হাসুয়া, বেশ কয়েকটি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মাস দুইয়েক আগে আরিফ বগুড়া শহরের খাঁ পাড়া এলাকার এক ছেলেকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করেন। ওই মামলায় প্রায় দেড়মাস জেলহাজতে ছিলেন আরিফ। ১০দিন আগে তিনি জামিনে বের হন।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, হত্যাকাণ্ডের বিভিন্ন  মোটিভ সম্পর্কে আমরা জেনেছি। সব বিষয় মাথায় রেখেই জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়