ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৬ ডিসেম্বর ২০২৩  
গোপালগঞ্জে আ.লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু’র আগেই আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারের সফরে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জ-৩ আসনে আ.লীগ প্রার্থী শেখ হাসিনা, কোটালীপাড়ায় আনন্দ মিছিল

বুধবার (৬ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সফরের প্রথমদিনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মস্থান টুঙ্গিপড়ায় পৌঁছাবেন। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

আরও পড়ুন: শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সেখানকার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাকে বরণ করে নিতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আওয়ামী লীগ ও স্থানীয় জনগণ। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলে ধারণা করছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, দুই দিনের সফরের প্রথম দিন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সাথে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় সভা করবেন। ওই দিননিজ বাড়িতে রাত্রিযাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাবেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তিনি গোপালগঞ্জের গর্বিত সন্তান। তার আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ সফরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা দেবেন আমরা এমনটাই ধারণা করছি।

বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়