ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৭ ডিসেম্বর ২০২৩  
বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাগেরহাটে ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।


বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে ইমরান শেখকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ মে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা করে মরদেহ বাগানে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। ঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ নভেম্বর পলাতক আসামি ইমরান শেখসহ দুইজনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শহিদুল/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়