ঠাকুরগাঁও-১
আদালতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করলেন আ.লীগ প্রার্থী
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘নৌকায় ভোট প্রদান না করলে সরকারি ভাতা সুবিধাভোগীদের ভাতার তালিকা থেকে বাদ দেওয়া’ হবে এমন হুমকি দিয়ে শোকজ পাওয়া ঠাকুরগাঁও-১ আসনের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী রমেশ চন্দ্র সেন দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমানের দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব দেন তিনি।
আরও পড়ুন: ভাতার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ
অনুসন্ধান কমিটির সদস্য মঞ্জুরুল আলম বলেন, নৌকা প্রার্থী লিখিত জবাবে দুঃখ প্রকাশ করে বলেছেন, পরবর্তীতে তিনি আর কখনো এরকম ঘটনা ঘটবেন না। তার লিখিত জবাব কমিশনে পাঠনো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন থেকে নেওয়া হবে।
গত ২০ ডিসেম্বর নৌকা প্রার্থী রমেশ চন্দ্র সেনকে শোকজ করে দুই দিনের মধ্যে জবাব দিতে বলে অনুসন্ধান কমিটি।
নোটিশে উল্লেখ করা হয়, এতদ্বারা আপনাকে এই মর্মে কারণ দর্শানো যাচ্ছে যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জনাব রমেশচন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আপনি নির্বাচনি প্রচারণাকালে ২০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নে পোকাতি সেন্টার হাটে নির্বাচনি জনসভায় ভোটারদের ভয়-ভীতি দেখানোসহ উল্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন যা বিভিন্ন জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই বক্তব্য গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭(৩) (খ) অনুচ্ছেদ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) ধারার লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ ছিল।
মঈনুদ্দীন/মাসুদ
- ৮ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৮ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৮ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৮ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৮ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৮ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৮ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৮ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৮ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৮ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৮ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৮ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৮ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৮ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৮ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম