ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় জামান জুট মিলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ ডিসেম্বর ২০২৩  
খুলনায় জামান জুট মিলে অগ্নিকাণ্ড

খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে আগুন লাগে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। খবর পেয়ে রাত দশটা থেকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

মিলের জিএম রিপন মোল্লা জানান, সোমবার রাত ৯ টায় মিল বন্ধ করে তারা বাসায় চলে যান। পরে তিনি স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

/নুরুজ্জামান/স্বরলিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়