ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে মেছো বাঘের ২ শাবক উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৪  
টেকনাফে মেছো বাঘের ২ শাবক উদ্ধার 

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকা থেকে শাবকগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ।

আরো পড়ুন:

বশির আহমেদ বলেন, আচারবুনিয়া এলাকার ওয়াজ করিম গাছের পাশে একটি বড় মেছো বাঘ ও দুটি শাবক দেখতে পান। তিনি কাছে গেলে মা মেছো বাঘটি পালিয়ে যায়। পরে শাবক দুটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় মোস্তাক আহমদ বলেন, ‘শাবক দুটি উদ্ধার করে আমাদের হেফাজতে রেখে উপকূলীয় বনবিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মেছো বাঘগুলো খাবারের সন্ধানে বন ও ঝাউবাগান থেকে এদিকে আসছে।’

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়