ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব, তুরাগ তীরে মুসল্লিদের ঢল

 নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব, তুরাগ তীরে মুসল্লিদের ঢল

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ রোববার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নিতে ভিড় বাড়ছে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

আজ ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর ইজতেমা ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। আর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আসর।

এদিকে বিশ্ব ইজতেমায় আসা আরও ৫ মুসল্লি মারা গেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ময়দানে আসা ৫ মুসল্লির মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তারা মারা যান। এরআগে মারা গেছেন আরও ৯ জন। এছাড়া, ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত মোট ১৭ জন মারা গেছেন।রোববার (৪ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

/রেজাউল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়