ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৩

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৩

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে বশির আহমদ (৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার (২৬) ও চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার নুরুল আমিনের ছেলে শুক্কুর মুন্না (৪০)।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়