জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৩ বাড়ি ভাঙচুর
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের ৩টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নয়ন শেখের সঙ্গে একই গ্রামের জুবায়ের শেখের জমি নিয়ে বিরোধ চলছে। গত ৪ ফেব্রুয়ারি জুবায়ের শেখকে পিটিয়ে আহত করে নয়ন শেখের পক্ষের লোকজন।
এ ঘটনার জের ধরে জুবায়ের শেখের পক্ষের আসাদ শেখের নেতৃত্বে ৯ ফেব্রুয়ারি রাতে নয়ন শেখের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে আসাদ শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী রত্না বেগম বলেন, রাতে কারা ঘর ভেঙেছে তা জানি না। জমি নিয়ে বিরোধ জুবায়ের শেখের সঙ্গে। এ ঘটনার সঙ্গে আমার স্বামী জড়িত না।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মারামারির ঘটনাটি আমাদের নজরে আছে। সেটার অভিযোগ পাওয়া গেছে। তবে বাড়ি ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরিফুল/কেআই