ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে পিস্তুল-গুলিসহ গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
নাটোরে পিস্তুল-গুলিসহ গ্রেপ্তার ১

নাটোরের গুরুদাসপুরে বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আব্বাস আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আব্বাস আলী রাজশাহী থেকে একটি বাসে করে অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করে পুলিশ সদস্যরা। এসময় আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ হয়। গ্রেপ্তারকৃতের বিরুেদ্ধে গুরুদাসপুর থানায় মামলা হয়েছে।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়