ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছের সঙ্গে ইট ভাঙার গাড়ির ধাক্কা, যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
গাছের সঙ্গে ইট ভাঙার গাড়ির ধাক্কা, যুবকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. মাঈন উদ্দিন (২৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফ মিয়ার ছেলে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাঈন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙার কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইট ভাঙার গাড়িতে করে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মেশিনের ওপর বসে থাকা মাঈন উদ্দিন গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়