ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

মেয়ের বর আনতে হেলিকপ্টার পাঠালেন শ্বশুর

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪  
মেয়ের বর আনতে হেলিকপ্টার পাঠালেন শ্বশুর

মাদারীপুরের শিবচরে মেয়ের বর আনতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন ইতালি প্রবাসী শ্বশুর নাজিমউদ্দিন নাদিম বেপারী। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ওই হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়িতে আসেন বর জাপান প্রবাসী নুরুজ্জামান। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে পরে নববধূকে নিয়ে ওই হেলিকপ্টারে বাড়ি ফিরে যান বর।

জানা গেছে, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামের নাজিমউদ্দিন নাদিম বেপারী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করেন। তিনি ইতালির নেপোলী আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। একমাত্র মেয়ে সাইদ শিরিনসহ পরিবারের সদস্যরাও প্রায় ২৪ বছর ধরে ইতালিতেই থাকেন। নাজিমউদ্দিন নাদিম মেয়ে সাইদ শিরিনের বিয়ে ঠিক করেন একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের ব্যবসায়ী দেলোয়ার মুন্সির ছেলে জাপান প্রবাসী নুরুজ্জামান মুন্সির সঙ্গে। নুরুজ্জামান প্রায় ৪ বছর ধরে জাপানে থাকেন। উভয় পরিবারের সিদ্ধান্তে গতকাল শুক্রবার নুরুজ্জামান ও সাইদ শিরিনের বিয়ে সম্পন্ন হয়। 

স্বজনরা জানান, নাজিমউদ্দিন নাদিমের ইচ্ছে ছিলে মেয়ের বরকে হেলিকপ্টারে নিজ বাড়িতে আনবেন। পরে বর ও মেয়েকে হেলিকপ্টারে চড়িয়েই শ্বশুরবাড়ি পাঠাবেন। শুক্রবার সকালে ভাড়া করা হেলিকপ্টার পাঠান নাজিমউদ্দিন নাদিম। হেলিকপ্টার বরকে নিয়ে দুপুরে নাজিমউদ্দিন নাদিম বেপারীর বাড়িতে আসে। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর নুরুজ্জামান মুন্সি নববধূ সাইদ শিরিনকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে ফিরে যান। এমন আয়োজনের সাক্ষী হতে সেসময় শত শত মানুষ ভিড় জমান নাজিমউদ্দিন নাদিমের বাড়িতে।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ আনন্দ প্রিয়। তারা আনন্দ করতে চায়। আমার বন্ধুর মেয়ের বিয়েতে এসেছি। হেলিকপ্টার করে বর এসেছে। খুবই আনন্দের বিষয়। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সারা দেশে।

মেয়ের বাবা নাজিমউদ্দিন নাদিম বলেন, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। মেয়ের জন্মের পরই এমন ইচ্ছা পোষণ করেছিলাম।

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়