নাটকীয়তার পর ভেঙেই গেল গায়ক-ক্রিকেটারের বিয়ে
গায়েহলুদের নানা মুহূর্তে পলাশ ও স্মৃতি
নানা নাটকীয়তার পর বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক পলাশ মুচ্ছালের সঙ্গে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে ভেঙেই গেল। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে স্মৃতি তার ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বিয়ে ভাঙার ঘোষণা দেন।
এ বিবৃতিতে স্মৃতি মান্ধানা বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। এ পরিস্থিতিতে আমার কথা বলা জরুরি বলে মনে করছি। আমি খুবই ‘প্রাইভেট পার্সন’। ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চাই। কিন্তু আমার স্পষ্ট করা প্রয়োজন যে, বিয়েটি ভেঙে গেছে।”
অনুরোধ করে স্মৃতি মান্ধানা বলেন, “বিয়ের প্রসঙ্গটি এখানেই শেষ করতে চাই। সবাইকে অনুরোধ করছি, এই সময়ে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের নিজেদের মতো করে বিষয়টি সামলে সামনে এগিয়ে যেতে কিছুটা সময় দিন।”
স্মৃতি মান্ধানা
২৮ বছর বয়সি স্মৃতি মান্ধানা ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। সব পেছনে ফেলে স্মৃতি তার সব মনোযোগ খেলায় মনোনিবেশ করতে চান। এ তথ্য উল্লেখ করে স্মৃতি মান্ধানা বলেন, “আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেককে বৃহত্তর উদ্দেশ্য পরিচালিত করে। আমার ক্ষেত্রে সেই উদ্দেশ্য সবসময়ই আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। আমার ইচ্ছা, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলে ট্রফি জিততে চাই। সবসময় আমার মনোযোগ সেখানেই থাকবে।”
ধন্যবাদ জানিয়ে স্মৃতি মান্ধানা বলেন, “আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”
বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল ও ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের দিন চূড়ান্ত করেন। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানও সম্পন্ন করেন; টানা কয়েক দিন বিয়ের আনন্দে মেতেছিলেন তারা।
গত ২৩ নভেম্বর, সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে পলাশ-স্মৃতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। পরে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা জানান, স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে।
স্মৃতি মান্ধানার বিবৃতি
স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পর স্মৃতির হবু বর পলাশ মুচ্ছালও অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এসব ঘটনার রেশ কাটার আগেই ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়, যা দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা। তারপর নেটিজেনরা পলাশকে নিয়ে কটুক্তি শুরু করেন। ফিসফাস শুরু হয়—একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর সামনে আসার পর বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি।
প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি স্মৃতিও। মাঝে গুঞ্জন চাউর হয়, পলাশ-স্মৃতির বিয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। পরে স্মৃতির ভাই এই গুঞ্জন উড়িয়ে দেন। এবার নীরবতার অবসান টেনে বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানালেন স্মৃতি মান্ধানা।
পলাশ ও পলক মুচ্ছালের সঙ্গে স্মৃতি
কয়েক দিন আগে পলাশ মুচ্ছাল বিদেশে পাড়ি জমিয়েছেন। এ মুহূর্তে তার কেন বিদেশ ভ্রমণ তা জানাননি তিনি। তবে স্মৃতির মতো পলাশও তার ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে এ গায়ক বলেন, “আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।”
প্রতারণার অভিযোগ প্রসঙ্গে পলাশ মুচ্ছাল বলেন, “মানুষ কত সহজে ভিত্তিহীন গুজবে প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা দেখা আমার জন্য খুবই কঠিন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি আমার বিশ্বাস ধরে রেখে মর্যাদার সঙ্গে তা সামলে নেব। আশা করি, সমাজ হিসেবে আমরা কারো সম্পর্কে বিচার করার আগে একটু থামতে শিখব। যাচাই-বাছাইহীন এমন গসিপের সূত্র কখনো চিহ্নিত করা যায় না।”
স্মৃতি মান্ধানা
গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পলাশ মুচ্ছাল বলেন, “আমরা যখন এসব বিষয় নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষ গুরুতর পরিণতির মুখোমুখি হচ্ছেন। মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনগত ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যারা পাশে থেকেছেন, তাদেরকে ধন্যবাদ।”
ঢাকা/শান্ত