ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ৫ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ৫ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল হাকিম, জাকির হোসেন, রুবেল মিয়া, শাহিন মিয়া ও সাজ্জাদ মিয়া। র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর আজ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকিট, ৭টি মোবাইল ও টিকিট বিক্রির নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়