ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

২১শে ফেব্রুয়ারিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা, ধরাছোঁয়ার বাইরে আসামি

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
২১শে ফেব্রুয়ারিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা, ধরাছোঁয়ার বাইরে আসামি

বরিশালের মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ঘটনার এক সপ্তাহ হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, আসামিকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন করেছেন স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

জানা গেছে, উপজেলার ষষ্ঠ শ্রেণির ছাত্রী গত ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাগুরিয়া গ্রামের বাসিন্দা টুলু মাতব্বরের ছেলে সজিব মাতব্বর (২৫) মেয়েটিকে আটকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে মেয়ের মা স্কুল কর্তৃপক্ষকে জানান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবীরকে জানান। ঘটনাটি আলিমাবাদ ইউনিয়ন পরিষদের এক সদস্য বৈঠকের মাধ্যমে মিমাংসা করার উদ্যোগ নেন। পরে ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে ইউপি সদস্যর সেই মিমাংসার উদ্যোগ ভেস্তে যায়। গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। একই সঙ্গে অভিযুক্তের বিচার চেয়ে ওই ছাত্রীর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। 

স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, তারা স্কুলের পক্ষ থেকে ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন। মানববন্ধনের পাশাপাশি মেয়েটির বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়