ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৬ মার্চ ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে হওয়া হামলায় ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বিল্লালুর রহমান (৫০), উলিউর রহমান তমাল (২৮), আবু বক্কর (৪০), আক্তার রহমান (৪৫), মো. তন্ময় (৩২), আরব আলী (৪২), বদরুল জামান (২৫), মো. হাছানুজ্জামান (১৭), মান্নান মিয়া (২২), হান্নান মিয়া (৩৮), মো. কামরুল (৩০) এবং তামিম মিয়া (১৫)।

আহত মো. অলিউর রহমান বলেন, বিল্লাল রহমান আমার চাচা। সদর উপজেলার নন্দনপুর বাজারে আমাদের নিজ জায়গায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ করছিলেন তিনি। সে সময়  লিয়াকত আলি, হাছান আলি, আরব আলি, মোবারক মিয়া, কাউছার মিয়া, ওমর মিয়াসহ কয়েকজন আমার চাচার ওপর হামলা চালায়। তারা আমাদের দখলীয় দলিল মূলের জায়গায় কোনো  বাড়ি ও দোকান নির্মাণ করতে দেবেন না বলে হামলা চালিয়েছেন। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।

বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম শফিক বলেন, কী নিয়ে ঘটনাটি ঘটেছে এখনো সঠিক খবর পায়নি। স্থানীয় মেম্বারকে পাঠিয়েছি। তিনি সব জেনে আমাকে জানাবেন বলে জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, নন্দনপুর বাজারে একটি ড্রেনের কাজ করাকে নিয়ে ঝগড়া হয়েছে শুনেছি। দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে মেম্বার চেয়ারম্যানকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়