ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ১০:২৯, ১৪ মার্চ ২০২৪
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে করমজল বন্যপ্রাণী কেন্দ্রের কুমির ‘জুলিয়েট’ ও যশোর থেকে উদ্ধারকৃত কুমির ‘মধুর’ পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে সুন্দরবনের ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, সুন্দরবনের কুমিরের চলাচল এবং সারভাইবাল রেট জানার জন্য বিশেষ পদ্ধতিতে দুটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার সেট বসিয়ে দেওয়া হয়েছে। কুমির দুটি অবমুক্তের পর এরা কোথায় যাচ্ছে কোন পরিবেশে থাকছে সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।

স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির দুটি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নুরুল করিম, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহাসিন হোসেন প্রমুখ।

শহিদুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়