ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর উৎসব!

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২২ মার্চ ২০২৪   আপডেট: ১৪:০০, ২২ মার্চ ২০২৪
গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর উৎসব!

সড়কের পাশে বেড়ে ওঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও পেরেক ঠুকে এসব গাছের  সর্বনাশ ঘটানো হচ্ছে।  এতে হুমকির মুখে পড়ছে গাছের প্রাণ। গাছগুলো যেনো একেকটা জীবন্ত বিজ্ঞাপন বোর্ড। ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে আইন পাস  হলেও যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে ক্রমশই বাড়ছে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বোর্ড লাগানোর উৎসব।

নড়াইলের তিনটি উপজেলা সদরে বিভিন্ন গাছে গাছে পেরেক ঠুকে এমন পণ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তির বিজ্ঞাপন বা প্রচার-প্রচারণা দেখলে হতবাক হতে হয়। 

সড়কের পাশে বিভিন্ন বাজারের সামনের গাছগুলোর দিকে তাকালে চোখে পড়বে বিভিন্ন ব্যক্তির প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন, কোচিং সেন্টার ও প্রাইভেট স্কুলে ছাত্রভর্তি, চিকিৎসা সেবা, হারবাল ওষুধ বিক্রি, টু-লেটসহ নানা ধরণের প্রচার। 

লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে বটগাছটি বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুনে প্রায় ঢেকে ফেলা হয়েছে। 

একই চিত্র নড়াইল সদর ও কালিয়া উপজেলাতেও। 

স্কুলছাত্র আব্দুল্লাহ-আল মারজান তাহা বলেন, নির্বিচারে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে অসংখ্য ছিদ্র হচ্ছে। সেই ছিদ্র দিয়ে পানি ও বাতাস ঢুকে গাছে পচন ধরে। এমন তো চলতে পারে না।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে গাছের ক্ষতি করা হচ্ছে, বিষয়টি নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়