ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবারে শোকের মাতম

ঈদের কেনাকাটাও করেছিলেন সেই চিকিৎসক, কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যু

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৩০, ১০ এপ্রিল ২০২৪
ঈদের কেনাকাটাও করেছিলেন সেই চিকিৎসক, কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন কোরবান আলী (বামে), ডানে ফাইল ফটো

চট্টগ্রামের পশ্চিম ফিরোজশাহ কলোনির গ্রিন টাওয়ারের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন দন্ত চিকিৎসক কোরবান আলী। নগরীর ষোলশহর এলাকায় ছিলো ‘জাহানারা ডেন্টাল কেয়ার’ নামে একটি ক্লিনিক। সেখানে বসে দিতেন চিকিৎসাসেবা।

স্থানীয়রা জানান, বাসা, চেম্বার আর মসজিদে গিয়ে নামাজ আদায় করাই ছিল কোরবান আলীর জীবনাচরণ। কিন্তু এমন শান্ত মানুষটিকেও বাঁচতে দিলো না চট্টগ্রামের বেপরোয়া কিশোর গ্যাং সদস্যরা।

পূর্ব শত্রুতার জেরে এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা কোরবান আলী ছেলে আলী রেজাকে মারতে এসেছিল। ছেলেকে রক্ষায় এগিয়ে যান কোরবান আলী। সেসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপরই হামলা চালায়।

গত শুক্রবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) মারা যান তিনি। কোরবান আলী সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কবিরুল ইসলামের ছেলে।

কোরবান আলীর ছেলে আলী রেজা বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলা থেকে আমাকে বাঁচাতে গিয়ে বাবা প্রাণ দিলেন।’

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেই। এরপর থেকেই কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ওপর ক্ষুব্ধ ছিল।’ 

‘এর জেরে, গত শুক্রবার (৫ এপ্রিল) কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাকে মারতে আসে। এ সময় বাবা আমাকে বাঁচাতে এগিয়ে এসে হামলার শিকার হন।’ - যোগ করেন আলী রেজা।

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, ‘কোরবান আলীকে চেম্বারের বাইরে শুধু মসজিদে দেখা যেত। তিনি কারো সাতে পাঁচে ছিলেন না। কিন্তু সন্তানকে কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিলেন।’ 

কোরবান আলীর মামাতো ভাই জসীম উদ্দিন বলেন, ‘রাত পোহালেই ঈদ। কিন্তু ঈদের আনন্দের পরিবর্তে আমাদের পরিবারে শোক নিয়ে এসেছে কিশোর গ্যাং।’

তিনি আরও বলেন, ‘কোরবানের আলীর পরিবারেও ছিলো ঈদের প্রস্তুতি। পরিবার ও আত্মীয়স্বজনদের জন্য করেছিলেন ঈদের কেনাকাটা। কিন্তু এখন ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে।’

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘কোরবান আলী হত্যা মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত চিকিৎসক মারা গেছেন

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়