ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাইয়ে বাস চাপায় ২ চুয়েট শিক্ষার্থী নিহত 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:০৩, ২২ এপ্রিল ২০২৪
কাপ্তাইয়ে বাস চাপায় ২ চুয়েট শিক্ষার্থী নিহত 

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই চুয়েট শিক্ষার্থী

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে মারা যান তারা। চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- চুয়েটের পুরোকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসেন। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জনান, দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কে চলাচলকারী আমার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস দুই শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে। 

রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়