ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিস্তা ক্যানেলের মাটি খননকালে মিললো মাইন মর্টারসেল ও গ্রেনেড 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:৩৮, ২৩ এপ্রিল ২০২৪
তিস্তা ক্যানেলের মাটি খননকালে মিললো মাইন মর্টারসেল ও গ্রেনেড 

নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ক্যানেলের সংস্কারের কাজে পাশের জমির মাটি খননের সময় ২টি মাইন, ১টি মর্টারসেল, ১টি থ্রি নট থ্রি রাইফেলের ভগ্নাংশ ও ১টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) রাতে সিট রাজিব এলাকা হতে এসব অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । 

পুলিশ জানায়,  সোমবার সন্ধ্যার কিছু আগে মাটি খননের সময় শ্রমিকরা একটি পোটলার মধ্যে কিছু যন্ত্রাংশ দেখতে পায়। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে কাজ করতে থাকলে পাশে থাকে শিশুরা সেগুলো নিয়ে খেলা শুরু করে। পরে এলাকাবাসী দেখার পর পুলিশকে খবর দেয়। 

নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর ধারণা করছেন, হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টার সেলটি তাজা আছে বলে তিনি জানান । 

বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিকটস্থ ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারসেল নিস্ক্রিয় করবে।

সিথুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়