ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে সাতক্ষীরার গোবিন্দভোগ আম, প্রতি কেজি ১২০ টাকা

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৩ মে ২০২৪   আপডেট: ০৮:৪৪, ২৩ মে ২০২৪
দিনাজপুরে সাতক্ষীরার গোবিন্দভোগ আম, প্রতি কেজি ১২০ টাকা

দিনাজপুরের বিভিন্ন বাজারে উঠেছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম। বছরের নতুন আম বাজারে উঠায় কিনছেন অনেকেই।

গতকাল বুধবার (২২ মে) সন্ধ্যায় হিলি ফল হাটিতে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ দিন ধরে বাজারে উঠেছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম। আম দেখতে সুন্দর এবং খেতেও মিষ্টি ও সুস্বাদু। যার কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

আরো পড়ুন:

মফিদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, বাজারে এখন আমাদের এলাকার আম আসেনি। তবে যে আমগুলো পাওয়া যাচ্ছে তা হলো সাতক্ষীরার গোবিন্দভোগ আম। দেখতে সুন্দর এবং খেয়েও দেখলাম মিষ্টি ও সুস্বাদু। ১২০ টাকা কেজি দরে বাড়ির জন্য দুই কেজি কিনেছি।

রিফাত হোসেন নামের আরেক ক্রেতা বলেন, বাড়িতে আমার অনেক আম গাছ আছে। আমও এবার প্রচুর ধরেছে, তবে এখনও কোন আম পাক ধরেনি। হয়তো কিছুদিনের মধ্যে আম পাকবে। বাজারে পাকা আম দেখলাম, এগুলো সাতক্ষীরার আম। বছরের নতুন আম তাই পরিবারের জন্য কিনলাম।

আম ব্যবসায়ী নেপাল বলেন, এই অঞ্চলের আম এখনও পাইনি। এগুলো গোবিন্দভোগ আম, সাতক্ষীরার। দেখতেও অনেক সুন্দর এবং সুমিষ্ট ও সুস্বাদু। ১০ থেকে ১২ বছর ধরে এ আমগুলো আমাদের এখানে আসছে। ৯০ থেকে ১০০ টাকা কেজি পাইকারি কিনেছি। তা খুচরা ১২০ টাকা কেজি বিক্রি করছি। বছরের নতুন ফল হিসেবে অনেক চাহিদা রয়েছে। সারাদিনে অনেক আম বিক্রি হচ্ছে। 

/মোসলেম/ইমন/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়