ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

প্রেম নিয়ে সংঘর্ষে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৪ মে ২০২৪   আপডেট: ২২:৪৩, ২৪ মে ২০২৪
প্রেম নিয়ে সংঘর্ষে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই আহত

যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে এবং প্রেমঘটিত কারণে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল (৩৫) আহত হয়েছেন।

গত বুধবার (২২ মে) রাতে কন্যাদাহ গ্রামে ইউপি সদস্য হাসানুজ্জামানের গরুর ফার্মে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ইতোমধ্যে ইউপি সদস্য হাসানুজ্জামানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম মুকুল (৪০) ও তার ভাই আহত শরিফুল ইসলাম বকুল (৩৫) উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর জখম মুকুলের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আহত দুই ভাইয়ের মধ্যে মুকুল নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ইউপি সদস্য হাসানুজ্জামানসহ ৩ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

রিটন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়