ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাদ খোলা গাড়িতে ভিডিও, সেতুর বারের আঘাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৮ জুন ২০২৪   আপডেট: ১৬:২৮, ৮ জুন ২০২৪
ছাদ খোলা গাড়িতে ভিডিও, সেতুর বারের আঘাতে যুবকের মৃত্যু

নিহত রবিউল আজিম তনু

ছাদ খোলা গাড়িতে চড়ে ভিডিও করার সময় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের লোহার বারের সঙ্গে আঘাত লেগে রবিউল আজিম তনু (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তনু সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

আরো পড়ুন:

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার (৭ জুন) রাতে বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জে বেড়াতে আসে। শনিবার সকালে ছাদ খোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হয়। পরে শহরের ইলিয়ট ব্রিজ (বড়পুল ব্রিজ) সেতুর সৌন্দর্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ করতে থাকে তনু। এ সময় সেতুর উপরে থাকা লোহার বারের সঙ্গে মাথার পেছনের অংশের ধাক্কা লাগে। এতে তনু গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বন্ধুরা তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ছাদখোলা গাড়িটি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

ইলিয়ট ব্রিজ (স্থানীয়ভাবে বড়পুল সেতু নামে পরিচিত) প্রাচীন সেতু। সেতুটির নামকরণ করা হয়েছে ছোটলাট চার্লস আলফ্রেড ইলিয়টের নামানুসারে। এটি তৈরিতে তৎকালীন ৪৫ হাজার টাকা ব্যয় হয়। এটি সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। ইলিয়ট ব্রিজের বিশেষত্ব এর পিলার নেই। শত বছরের পুরনো সেতুটি ১৮০ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া।
 

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়