ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় জমে উঠেছে ঈদ বাজার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৯ জুন ২০২৪  
লোহাগড়ায় জমে উঠেছে ঈদ বাজার

লোহাগড়ার একটি দোকানে ঈদ উপলক্ষে কাপড় কিনছেন ক্রেতারা

আসন্ন ঈদ উল আজাহকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মার্কেট ও দোকানগুলোতে পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষরা। ক্রেতাদের আকৃষ্ট করতে মালিকরা নিজেদের দোকানগুলোকে সাজিয়েছেন বর্ণিল সাজে। 

রোববার (৯ জুন) দুপুরে লোহাগড়া বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন বলেন, রমজান মাসের তুলনায় ঈদুল আজহার আগে কাপড়ের দাম বেশি। তবে পোশাকে এসেছে বৈচিত্র। প্রতিটি দোকানই ক্রেতায় মুখোরিত থাকছে। বিশেষ করে তরুণ-তরুণীদের পদচারণা বেড়েছে মার্কেট ও দোকানে। 

আরো পড়ুন:

বাজারের শতরূপা, এস কে ফ্যাশন, শুভেচ্ছা ফ্যাশন, আলিফ ফ্যাশন, রয়েল ফ্যাশন, স্বপ্নসিড়ি লেডিসকর্ণারসহ ছিট কাপড় ও তৈরি পোশাকের দোকানে দিনের চাইতে সন্ধ্যাতেই বেশি ক্রেতা আসছেন। ছিট কাপড়ের দোকান খেকে পছন্দের কাপড় কিনে দর্জিদের কাছে ভিড় করতে দেখা গেছে তরুণীদের।

শতরূপা গার্মেন্টেসের মালিক সরূপ সাহা বলেন, ঈদুল আজহার আগে এখন বাজার জমে উঠতে শুরু করেছে। এবার পোশাক বেশি বিক্রির আশা করছি। এবারের ঈদে পোশাকের নতুন নতুন কালেকশন আছে। পোশাকের দামও ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। নারীদের মতো মার্কেটে নিজেদের পছন্দের জামা-কাপড় কিনতে পুরুষরা আসছেন। তারা পাঞ্জাবি ও বিভিন্ন ব্যান্ডের গেঞ্জি, ও ফতুয়া কিনছেন।

লোহাগড়া বাজার বনিক সমিতির সভাপতি শিকদার ইবাদত হোসেন বলেন, গত রমজানের তুলনায় ক্রেতা বেশি। বেচাকেনাও হচ্ছে বেশি। চলতি সপ্তাহে পণ্য বিক্রির পরিমাণ আরো বাড়বে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঈদের বাজারে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমাদের নিয়মিত টহল পুলিশ কাজ করছেন। ক্রেতাদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। 

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়