ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ‘জনি বাহিনী’র ৯ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৯ জুন ২০২৪  
রাজশাহীতে ‘জনি বাহিনী’র ৯ সদস্য গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালীতে জনি বাহিনীর প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জনি বাহিনী ভয়ঙ্কর কিশোর গ্যাং হিসেবে পরিচিত। তাদের কাছ থেকে একটি সাধারণ চাকু ও তিনটি টিপচাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত ৯ জন হলেন- বাহিনীর প্রধান জনি ইসলাম (২৩), কুরমান আলী (২২), মাসুম আলী (২৭), মো. সাগর (২০), টিপু সুলতান (২০), নুরমান ইসলাম (২০), সুজন আলী (৩০), আবদুল মান্নান খাঁ (২০) ও আবু হানিফ (১৯)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদাবাজি, জমি দখল ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল এরা। এলাকায় তারা ‘জনি গ্যাং’ বা ‘জনি বাহিনী’ হিসেবে পরিচিত। বাহিনীর প্রধান জনির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাহিনীর সদস্যরা একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেয়া/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়