ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক ইলিশ বিক্রি হলো ৯৩৫০ টাকায় 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১২ জুন ২০২৪  
এক ইলিশ বিক্রি হলো ৯৩৫০ টাকায় 

২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১১ জুন) মেঘনা নদীতে জেলে আব্দুজ্জাহের মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ দিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে ব্যবাসায়ী রিয়াজ উদ্দিন কিনে নেন। এ সময় মাছটি দেখতে অনেকে ঘাটে ভিড় করে। 

জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার (১১ জুন) মেঘনা নদীতে জাল ফেলেন। সারা দিন কয়েকবার জাল ফেললেও আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ বিকালে তার জালে বড় আকারের ইলিশ মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি মতিরহাট ঘাটে চলে আসেন।

আরো পড়ুন:

স্থানীয় মৎস্য আড়তের কর্মচারী মো. খোকন জানান, তার মালিক হান্নানের দাদন দেওয়া জেলে আব্দুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। গত কয়েক দিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে তার জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশটি চমক ছিল। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। 

এমনিতে নদীতে ইলিশ কম পাওয়া যায়, তাই দামও বেশি থাকে বলে জানান তিনি।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়