ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

ময়মনসিংহে কোথায়, কখন ঈদ জামাত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ জুন ২০২৪   আপডেট: ১৪:৪২, ১৬ জুন ২০২৪
ময়মনসিংহে কোথায়, কখন ঈদ জামাত

আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। 

এছাড়া নগরীর চকবাজারে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আবদুল হক।

আরো পড়ুন:

আকুয়া বাইপাস এলাকার মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায় হবে ঈদের জামাত, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠেও সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূঞা বলেন, জেলার প্রায় ২৫০০ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতকে ঘিরে কোনো শঙ্কা নেই। তারপরও নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়