ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন কচুক্ষেতে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৭ জুন ২০২৪  
ঈদের দিন কচুক্ষেতে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচুক্ষেত থেকে রাজু মন্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজু মন্ডল একই গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে। নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। রোববার বিকেলে ব্যবসার উদ্দেশ্য গাগলা বাজারে যান তিনি। পরে রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। তবে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার কচুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৈকত/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়