ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১৭ জুন ২০২৪   আপডেট: ১৬:০৩, ১৭ জুন ২০২৪
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নিখোঁজ মোহাম্মদ তারেক

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর ১টার দিকে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে সমুদ্র সৈকতে নিখোঁজ হয়। 

নিখোঁজ মোহাম্মদ তারেক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটনসেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ রানা বলেন, সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে ১২ থেকে ১৫ বছর বয়সী ৭ কিশোর সমুদ্রে গোসল করতে নামে। তাদের মধ্য থেকে মোহাম্মদ তারেক নিখোঁজ রয়েছে। তাদের সবার বাড়ি ঈদগাঁও উপজেলায়।

নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সৈকতে দায়িত্বরত বিচকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

তারেকুর/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়