গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১৭, ২২ জুন ২০২৪

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (২২ জুন) সকাল ও গতকাল রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের আক্কাছ শেখের ছেলে রিপন শেখ, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের নিলমনী বিশ্বাস ও ফালগুনী পরিবহনের হেলপার মিলন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম, ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এবং গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদল/কেআই