ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে মাদক মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২৩ জুন ২০২৪  
চট্টগ্রামে মাদক মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- মো. আইয়ুব, জোহরা খাতুন ও নূর নাহার। তারা সবাই পলাতক।

আরো পড়ুন:

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, চট্টগ্রামের বাকলিয়া থানার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ছয় জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। আসামিরা সবাই পলাতক। আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেছেন বিচারক। 

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ড্রামপট্টি এলাকার একটি বাসায় ২০২১ সালের ১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়