ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৪ জুন ২০২৪  
রংপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

অবৈধভাবে পরিচালনার দায়ে রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে এই হাসপাতালে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালে কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়। বিভিন্ন চিকিৎসা সরাঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছিল যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, সেবা হাসপাতাল সরকারি কোনো নীতিমালা মানছিল না। আজ এসব অপরাধে হাসপাতালটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন মো. আখতারুজ্জামান ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়