ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও বন্দুক লুট

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৮ জুন ২০২৪  
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও বন্দুক লুট

বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়ি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়ি থেকে লাইসেন্সকৃত একটি দোনলা বন্দুক, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার দেবিশহরের বাড়িতে ডাকাতি হয়।

আরো পড়ুন:

বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ জানান, গতকাল রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫/৭ জন ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল এবং তার ব্যবহৃত লাইসেন্সকৃত দোনলা বন্দুক নিয়ে যায়। খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়