ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে জামায়াতের ৭ সদস্য গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ জুন ২০২৪  
বান্দরবানে জামায়াতের ৭ সদস্য গ্রেপ্তার 

গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীরা

বান্দরবানে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৯ জুন) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তাররা হলেন, ইমরানুল হক (৩০), মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), আশরাফুল ইসলাম (৩০), শাহনেওয়াজ চৌধুরী (৩৬) ও হুমায়ূন কবির (৩৭)।

আরো পড়ুন:

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথ খামার এলাকায় আইন শৃঙ্খলারক্ষা ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের রাষ্ট্রবিরোধেী বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, আদালত জামায়াতে ইসলামীর সাত সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 

চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়