ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৮ জুলাই ২০২৪   আপডেট: ০৯:০৫, ৮ জুলাই ২০২৪
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাই

ফাইল ফটো

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে দুই অস্ত্রধারী যুবক এক ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাই করেছেন বলেছে অভিযোগ উঠেছে। রোববার (৭ জুলাই) বেলা ৩টার দিকে জেলার মিরপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরে মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন এনামুল হক নামের এক ব্যবসায়ী। পথিমধ্যে একটি মোটরসাইকেল তার শ্যালোচালিত গাড়ির গতিরোধ করে। পরে পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীর দেহ তল্লাশি করা হয়। সে সময় এনামুলের কাছে নগদ ৮০ হাজার টাকা ও একটি বাটন ফোন ছিল। অস্ত্রধারীরা বাটন ফোনটি রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের দুটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়