ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৮ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫৩, ৮ জুলাই ২০২৪
শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

সাতক্ষীরার পৌরসভার রইচপুর গ্রামে তিন মাসের মেয়ে শিশুকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন একই গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে। তিনি খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

আরো পড়ুন:

রইচপুর গ্রামের জাকির হোসেন বলেন, ‘সুরাইয়া ইয়াসমিনের মেয়ে মমতাজ খাতুনকে গতকাল বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়।’ 

তিনি আরও বলেন, ‘সুরাইয়াকে মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। এর আগেও তিনি নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিলেন।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম বলেন, ‘নিজ কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ তার স্ত্রীকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়