ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৯ জুলাই ২০২৪  
গাইবান্ধায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানস নদীতে গোসল করার সময় পানিতে ডুবে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়ারবাতা নামক স্থানে মারা যায় সে। 

মারা যাওয়া রোহান পার্শ্ববর্তী মালিবাড়ি  ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে।

আরো পড়ুন:

শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন,  রোহান তার ফুফুর বাড়িতে থাকতো। এখানে থেকে সে পড়ালেখা করছিল। তার বাবা-মা ঢাকায় চাকরি করে। আজ দুপুরে সঙ্গীদের সঙ্গে বাড়ির পাশের মানস নদীতে গোসলে যায় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা নদীতে নেমে রোহানকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়