ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ২ কেজি সোনা উদ্ধার, যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১০ জুলাই ২০২৪  
যশোরে ২ কেজি সোনা উদ্ধার, যুবক গ্রেপ্তার 

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে ২ কেজির বেশি সোনাসহ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে এ সোনার চালান আটক করা হয়। গ্রেপ্তার পাচারকারী লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে। এরই ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে সোনা পাচারকারী লিমন বিজিবির টহল দলের কাছে আসলে তাকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।

আরো পড়ুন:

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ১৮টি সোনার বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। 
 

রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়