ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৩৫ বছর

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১২:৫৪, ১৩ জুলাই ২০২৪
৯ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৩৫ বছর

পিরোজপুর ইন্দুরকানীতে ৯ বছরের সাজা এড়াতে এক আসামি প্রায় ৩৫ বছর পালিয়ে ছিলেন। অবশেষে শুক্রবার (১২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আব্দুল হাকিম উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খুলনার টুথপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুল হাকিমকে ৯ বছরের সাজা দেন আদালত। এরপর ৩৫ বছর বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন তিনি। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

তাওহিদুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়