ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ জুলাই ২০২৪  
কুষ্টিয়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন বিশ্বাস (৩২) ও রাজন আলী (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন বিশ্বাস বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে ও রাজন আলী একই গ্রামের জিয়া আলীর ছেলে। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মোশারফ নামে এক ব্যক্তির বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতে যান ওই ‍দুই শ্রমিক। সকালে তারা একে একে দুইজনই সেপটিক ট্যাংকে নামেন। পরে দীর্ঘসময় তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় শ্রমিকদের নিথর দেহ দেখতে পান তারা। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

তিনি জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমনটা হতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাঞ্চন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়