কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় তার ওপর হামলা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ নেতা রুবেল জানান, কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। আজ সকালে রাণীর দিঘীরপাড়ে বসে ছিলেন সবুজ। কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সবুজকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে সবুজকে ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘বিষয়টি জানামাত্র পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি।’
রুবেল/মাসুদ