ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩০

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ২০:১৮, ১৭ জুলাই ২০২৪
বরিশালে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩০

বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সড়ে যেতে বললে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ব্যবহার করা হয়েছে। কোনো শিক্ষার্থী আহত হয়েছে কিনা জানা নেই।

আরিফুর/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়