বগুড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৩
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কোটা সংস্কার আন্দোলন থেকে বগুড়ায় অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল ও শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান।
এর আগে, এ ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদলকর্মী সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং যাদের ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনাম/মাসুদ
- ৩ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৫ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৭ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৭ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৭ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৭ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৭ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৭ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৭ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৭ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৭ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৭ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৭ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৭ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের